ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

গাজার নিপীড়িত মানুষের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩, ১১:৫৯ দুপুর  

ছবি সংগৃহিত

টানা ২৪ দিন ধরে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। তাতে প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। তাতে প্রাণ হারায় ৩৩১ সেনাসহ ১৫০০ জন। পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল।

এই আক্রমণের ফলে মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনে মারা গেছেন ৮ হাজারেরও বেশি মানুষ। আহত ২০ হাজারেরও বেশি। এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে প্রায় হাজার মরদেহ! গাজার ওয়েস্ট ব্যাংকেও হামলা চালিয়েছিল ইসরায়েল। সেখানেও নিহতের সংখ্যা শতাধিক!

এমন পরিস্থিতিতে এবার বিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য সাহায্যের আহ্বানও জানিয়েছেন জোলি।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়েও সরব হয়েছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সারা বিশ্বে সমাজসেবা করতে দেখা যায় অস্কারজয়ী জোলিকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘ইসরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু তার জন্য গাজার বেসামরিক জনসংখ্যার ওপর বোমাবর্ষণ ন্যায্যতা পায় না। গাজায় খাবার পানি পর্যন্ত নেই। যুদ্ধ বাড়লেও তাদের সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেখানে মৌলিক মানবাধিকারও নেই। আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত পার হতে হবে, সেটাও সম্ভব হচ্ছে না।’

জোলি আরও লেখেন, ‘শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু হারিয়ে গেছে, আটকও হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া প্রয়োজন। প্রিয়জন হারানোর অকল্পনীয় যন্ত্রণা বয়ে চলা পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। তাদের সাহায্য করার চেষ্টা করছি।’

অভিনেত্রীর দাবি, ‘গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি পানীয় বন্ধ করে দিয়ে তাদের জাতিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিরিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সব মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।’

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন