ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ইবির সকল বিভাগের পরীক্ষা স্থগিত

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ০৬, ২০২৪, ০১:০০ রাত  

ছবি সংগৃহিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোটগ্রহণের আগের দিন এবং পরের দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। এ ছাড়া ভোট গ্রহণের দিন ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আবাসিক হলসমূহ খোলা থাকবে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বানের কারণে আগামী ৬ ও ৮ তারিখ অর্থাৎ শনিবার ও সোমবার সকল বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ‘নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও নির্বচনের আগেরদিন ও পরের দিন শুধু পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে এই দুইদিন অফিসসমূহ খোলা থাকবে। বিভাগীয় সভাপতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিভাগীয় সভাপতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সদস্য  অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘সকল আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে। ক্যান্টিনও চালু থাকবে।’

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন