ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টেকেরহাটের চিহ্নিত ও শীর্ষ দেশীয় মদ ব্যাবসায়ীকে মদের অবৈধ কারখানা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব- ৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৯:১৬ রাত  

ছবি সংগৃহীত

মাদকের বিরুদ্ধে এলিট ফোর্সের চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে__ র‍্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ ১৫.৪৫ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন তাতীকান্দা সাকিনস্থ পুরাতন সড়ক পরিবহন শাখা অফিস, টেকেরহাটের উত্তর পার্শ্বের বস্তিতে স্থানীয় শীর্ষ দেশীয় মদ ব্যবসায়ী ও প্রস্তুতকারক মোঃ রবিউল ফকিরের ভাড়াকৃত বাসায় তৈরি মদ কারখানা থেকে অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামী মোঃ রবিউল ফকির (৩৭), পিতা-মৃত শুকুর আলী ফকির, সাং-তাতীকান্দা, থানা রাজৈর, জেলা-মাদারীপুর'কে গ্রেফতার করে। শীর্ষ দেশীয় মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ী মোঃ রবিউল রাজৈর থানার একজন বাসিন্দা। তিনি দীর্ঘ দিন যাবৎ টেকেরহাটে ভাড়া করা একটি বাসায় স্থানীয় মদ তৈরির সরঞ্জাম দিয়ে অস্থায়ী একটি কারখানা গড়ে তোলে। আটককৃত আসামীর নিকট থেকে প্রায় ৬ লিটার দেশীয় মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। এ ছাড়াও তার অস্থায়ী কারখানায় বিদেশী মদের বোতল, ঈস্ট এবং মদ প্রস্তুতের বিপুল সংখ্যক কাঁচামাল পাওয়া যায়। পরবর্তীতে ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় মদ ও মোবাইল সেটসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় র‍্যাব কর্তৃক বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। চিহ্নিত এই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং সামাজিক অবক্ষয় রোধে র‍্যাবের এজাতীয় কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয় জনগণ আশা ব্যক্ত করেছেন। 

র‍্যাব-৮ এর মাদক বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়