ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ০৮ মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী সরোয়ার’কে ০২টি আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৪, ১২:৪০ রাত  

ছবি সংগৃহীত

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারি ২০২৪ইং তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সরোয়ার আলম (৪৪), পিতা- মৃত বশির আহাম্মদ @ কমান্ডার বশির, গ্রাম-উত্তর ঘাটচেক, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তার হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে স্বীকার করে। অতঃপর তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় তার নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ০২টি আগ্নেয়াস্ত্র এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
May be an image of text that says 'R র্যার-৭, সিপিসি-৩ চাঁদগাও, চট্টগ্রাম উদ্ধারকৃত অস্ত্র এবং আসামির ব্যক্তিগত মালামাল'
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি মোঃ সরোয়ার আলমের নামে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চাদগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।