ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৪, ১২:৩৫ রাত  

ছবি সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন কেরুনতলীর প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
 
May be an image of 3 people and text that says 'বাংলাদেশ কোস্ট পূর্ব জোন গাজ বিসিজি স্টেশান টেকনাফ বিয়ার-২৫০ ২৫০ ক্যান (দুইশত পঞ্চাশ) DAMA NDAMAN'
 
অভিযানে উক্ত এলাকা হতে ০৫ টি বস্তা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করতঃ ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
অপরদিকে অদ্য ১৩০০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ টি প্লাস্টিক এর বস্তা তল্লাশী করতঃ ২৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়।
উভয় অভিযানে জব্দকৃত বিয়ারসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।