ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পাসপোর্ট দালাল চক্র র‍্যাব কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ০৫, ২০২৩, ১০:৩০ রাত  

ছবি সংগৃহীত

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী নিম্নোক্ত অভিযান পরিচালনা করে।
 
২৭ নভেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সদর থানা এলাকার প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে ১। মোবারক হোসেন (২৩), ২। মোঃ ইসমাইল হোসেন (৩৫), ৩। মোঃ মিরাজ (২৮), ৪। মোঃ নুর ইসলাম (২৮), ৫। আমজাদ হোসেন (২৩), ৬। আব্দুল আহাদ (৩২) দের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের হেফাজত হতে নগদ ২৩,৩০০/- টাকা, ২৭ টি পাসপোর্ট, ২১ টি পাসপোর্ট ডেলিভারী রিসিট, ১৪ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।