ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪, ০৪:২০ দুপুর  

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দূরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফ এর ২ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) নিহত হয়েছেন। এছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছে।

ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ নেতা।

মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন জানায়, গুলিতে দুজন মারা গেছেন। কাদের মাঝে গোলাগুলি হয়েছে তা এখনও জানি না। তদন্ত চলছে, তদন্ত করে আপনাদের জানাবো।