গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ হাজার ৩০০ কম্বল বিতরণ
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৪, ০১:১৫ দুপুর
ছবি সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছিন্নমূল, আশ্রয়ণ প্রকল্প, দারিদ্র্য ও অসহায় মানুষের মধ্যে ৩ হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
প্রচন্ড শীত নিবারণে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব কম্বল ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথকভাবে বিতরণ করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক গতকাল জানান, তীব্র শীতের সাথে ঠান্ডা বাতাস ও বৃষ্টিতে স্থানীয় মানুষ কষ্ট পাচ্ছেন। তাই আশ্রয়ণ কেন্দ্র, ছিন্নমূল, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনেগোষ্ঠীর মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পৌছে দিয়েছি। টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ২ হাজার ৫০০ কম্বল দেওয়া হয়েছে।
এছাড়া শীতজুড়ে টুঙ্গিপাড়া উপজেলার অসহায় মানুষের মাঝে আরো ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শীতে কেউ কষ্ট পাবে না। সেভাবেই কম্বল বিতরণ করা হয়েছে।