ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

জাতীয় নির্বাচন ২০২৪

জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৭, ২০২৪, ১০:১৫ দুপুর  

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনের ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেছেন— আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করেব। তাদের (জিনদের) বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না।

শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অভিনব পদ্ধতিতে মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

ইসলামী ঐক্যজোটের এই প্রার্থী বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্টতো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না।

তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।

মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন— আপনারা জানেন, ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।