ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

দিনাজপুরে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ০৬, ২০২৪, ০৭:৪০ বিকাল  

ছবি সংগৃহিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরে ৬টি আসনের ১৩টি উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে এইসব সরঞ্জামাদী তুলে দেন প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। তবে ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

দিনাজপুর জেলায় মোট ৮৩০টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬৬১টি কক্ষ প্রস্তুত রয়েছে। ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬ জন ও নারী ভোটার সংখ্যা ১২ লাখ ৫২ হাজার ৬৩৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ২০ জন। 

এদিকে, শনিবার বেলা ১১টায় দিনাজপুরের চিরিরবন্দরে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পূর্বে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারদের ব্রিফিং প্যারেড ও নির্বাচনি মালামাল বিতরণের চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর থানার আয়োজনে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন