কুমিল্লা নগরীর ৪ স্থানে হঠাৎ ককটেল বিস্ফোরণ
প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৪, ১১:৪১ রাত
ছবি সংগৃহিত
প্রায় একই সময়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনেসহ কুমিল্লা নগরীর অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার সময় নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু সময়ের মধ্যে নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আমরা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিতের চেষ্টা করছি।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন