ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চুল কেটে স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীক বানালেন কিশোররা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৪, ০৭:০৫ বিকাল  

ছবি সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন আলহাজ গোলাম সরোয়ার ফোরকান। কাঁচি মার্কার প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে ব্যতিক্রমধর্মী কাণ্ড ঘটিয়েছেন আমতলীর হলদিয়া ইউনিয়নের চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন কিশোর। 

সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ দিনে আমতলী সরকারি কলেজ মাঠে এক জনসভায় কয়েকজন কিশোরকে দেখা গেছে মাথায় চুল কেটে কাঁচি প্রতীকের স্টাইল করে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান'র প্রচারণা করছেন। 

জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা লিটন হাওলাদেরর ছেলে মিঠুন হাওলাদার। চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এবং একই এলাকার কামাল ঘরামীর ছেলে মেহেদী হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র চুল কেটে প্রিয় নেতার কাঁচি প্রতীক বানিয়েছেন।

কিশোর মিঠুন হাওলাদার বলেন, ফোরকান চাচা খুব ভালো মানুষ তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। তিনি ৭ই জানুয়ারি সংসদ নির্বাচনে কাঁচি মার্কা বিপুল ভোটে জয়ী হবে। 

এ বিষয় জানতে চাইলে কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম সরোয়ার ফোরকান বলেন, সত্যি ছোট শিশু কিশোরের এমন উদ্যোগে আমি বিস্মিত! আমতলী -তালতলী -বরগুনাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী হয়ে আপনাদের পাশে থাকতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।