ভোটের মাঠে বাড়ল প্রার্থী, লড়াইয়ে আছেন ১৯৭০ জন
প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৪, ০১:০০ রাত
ছবি সংগৃহিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৭০ জন প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর সারাদেশে নির্বাচন কমিশন ঘোষিত বৈধ প্রার্থী ছিলেন ১৮৯৬ জন। কিন্তু পরে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। যাদের মধ্যে থেকে বুধবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৫ জন। সবশেষ হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পান। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১৯৭০ জন টিকে রইলেন।
ইসি জানায়, সর্বশেষ হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ার পর আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জন। এছাড়া জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির রয়েছে ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির রয়েছে ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন প্রার্থী হাইকোর্ট থেকে আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
যেসব রাজনৈতিক দল দ্বাদশ সংসদ ভোটে অংশগ্রহণ করছে- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণ ফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পাটি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পাটি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), গণতন্ত্রী পার্টি।
তফসিল ঘোষণার পর গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হয়। এরপর থেকেই প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ৭ জানুয়ারি সকাল ৮ থেকে ভোটগ্রহণ হবে।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন