ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

নিউজ ডেক্স

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০২:০০ দুপুর  

ছবি সংগৃহিত

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভেজ ও নাজমুল। এদের মধ্যে নিহত চালক পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। এসময় রেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে ধারণা করছেন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, খবর পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন