ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ফের সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১১ হাজার

নিউজ ডেক্স

 প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:৩০ রাত  

ছবি সংগৃহিত

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ৪১ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন