নড়াইলে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:০৬ রাত
ছবি সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৩৯তম বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লোহাগড়া উপজেলার ৪টি কলেজ ৩০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০ মাদ্রাসা ও উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ২৭৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রবীন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শ.ম. আনারুজ্জামানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ। এসময় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা, ট্রাষ্টি সদস্য সহকারী অধ্যাপক মরিয়ম বেগম সাথী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মোঃ আমির হোসেন,প্রধান শিক্ষক মহিদুর রহমান মুরাদসহ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।