ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নড়াইলের লোহাগড়া উপজেলা স্কাউটস সমাবেশে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০১:১১ দুপুর  

ছবি সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি ও খেলাধুলার কোন বিকল্প নেই। এদিক থেকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে লোহাগড়া অন্যতম। শিক্ষার সাথে লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কো-কারিকুলামে আরো এক ধাপ এগিয়ে দেশের সুনাম অর্জন করছে। খেলাধুলায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক গুলো স্বর্ণপদক অর্জন করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

            লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গত ৮ হতে ১১ তারিখ পর্যন্ত চার দিন ব্যাপি এ সমাবেশে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

              সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অনিমেশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.বিশ্বাস শাহীন আহমেদ, উপ পরিচালক ড.এ এস এম রফিকুর রহমান,ইঞ্জিনিয়ার কামাল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া,নড়াইল জেলা স্কাউটসের সাধারন সম্পাদক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা স্কাউট কশিশনার এবং ক্যাম্প চিফ মোঃ সিদ্দিকুর রহমান,শাহ আলম,হান্নান বিশ্বাস,শাহ সুরুজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।