ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে জেঁকে বসেছে শীত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:০০ দুপুর  

ছবি সংগৃহীত

উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে গত দুই দিন থেকে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশাতে ঢেকে থাকছে চারপাশ। হেড লাইট জ্বালিয়ে চলছে ট্রেনসহ সকল প্রকার যানবাহন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ নির্ধারন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।

এদিকে শীতের কারনে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। অতিরিক্ত শীতের কারনে বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষগুলো।

রিকশাচালক হারেজ মন্ডল বলেন, আমি বৃদ্ধ মানুষ। সংসারের খরচ আমাকেই চালাতে হয়। সপ্তাহে ১ হাজার টাকা কিস্তি রয়েছে। কষ্ট হলেও এই ঘন কুয়াশার মধ্যেই অটো রিকশা নিয়ে বের হয়েছি। তবে অতিরিক্ত শীতের কারনে যাত্রী অনেক কম। আমরা গরীব মানুষ, সরকার থেকে যদি আমাদের গরম কাপড়ের ব্যবস্থা করে দিত তাহলে অনেক সুবিধা হত।