ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বেশি দামে পেঁয়াজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৯:৫৯ সকাল  

ভারত থেকে পেয়াঁজ রফতানি বন্ধের খবরে সারা দেশের মতো মৌলভীবাজার সদরসহ সবক’টি উপজেলায় পাইকারি ও খুচরা বাজারে পেয়াঁজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা কেজিতে ৭০ থেকে ৮০ টাকা দাম বৃদ্ধি করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এমন খবরে জেলার অন্যতম পাইকারি আড়ত শ্রীমঙ্গলে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।

র‍্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার অধিদপ্তর শ্রীমঙ্গলের বিভিন্ন আড়ৎ ও মোকামে অভিযান চালিয়ে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম রাখার কারণে শহরের সেন্ট্রাল রোডের আমিন ট্রেডার্সকে ১০ হাজার এবং বেনু পাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার শহরের ক্রেতা আমীর হোসেন, বাসিত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁয়াজের দাম বাড়ার সংবাদ শুনেই ব্যবসায়ীরা কেজিতে ৭০ থেকে ৮০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। এটি মোটেও ঠিক হয়নি। সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম আদায় করে নিচ্ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং অব্যাহত রেখেছি। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তাদের সুবিধার্থে বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক জানান।