ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

মৌলভীবাজার ৪টি আসনে নৌকার কান্ডারী যারা!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ১১:০৪ দুপুর  

মৌলভীবাজারে ৪টি আসনে নৌকার মনোনয়ন পেলেন যথাক্রমে-মৌলভীবাজার-১(বড়লেখা-মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার বারের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাবুদ্দিন। মো.শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এবার পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। ২০০৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাঁকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তখন সফলতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মেয়াদে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

মৌলভীবাজার-২(কুলাউড়া),মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক সফিউল আলম চৌধুরী নাদেল।
মৌলভীবাজার-৩(সদর-রাজনগর)
মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অলিলা গ্ৰুপের চেয়ারম্যান জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি এবার সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হলেন।