ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে ডাকাত আটক, লুন্ঠনকৃত মালামাল উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ১১:১৮ রাত  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হলেন সবুজ মিয়া, বশির আহমদ, সফিক উদ্দিন ও মিঠুন দাস। এদের বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বৃহস্পতিবার গত (২৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনজুর রহমান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর রাতে শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে ডাকাতি হয়। মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও প্রবেশ করেন। ডাকাতরা ওই বাংলোর সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা হয়। এই মামলার তদন্তে নেমে পুলিশ চার ডাকাতকে আটক করে। এসময় ডাকাতদের থেকে লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার ও অনান্য মামলামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, এরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।
তাদের দলের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।