ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে ৪২ জন আনসার-ভিডিপির সদস্যকে দেওয়া হলো বাইসাইকেল

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১০:৫৬ রাত  

ছবি সংগৃহীত

জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ কৃতি সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

গোপালগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মো. শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মো. ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম বক্তব্য রাখেন। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, বাহিনীর কর্মকান্ড আরো গতিশীল করতে জেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অবদানের স্বীকৃতি পেয়ে বাহিনীর সদস্যরা আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাসি করি।