ঢাকা, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রাজধানীতে দুই বাসে আগুন

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৯:৩৮ রাত  

ছবি সংগৃহিত

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতেই রাজধানীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় কাফরুল ও গুলিস্তানে বাসে আগুনের ঘটনা ঘটে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান থাকবে : র‌্যাব

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস৷ তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লেগে যায় বাসে৷ যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে যান৷ পরে আশপাশের লোকজন বাসের আগুন নেভায়৷ এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা৷ পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়৷

এছাড়া গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত পৌনে ৮টার দিকে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

এদিকে রবি ও সোমবারের হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।

উল্লেখ্য, একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে এই হরতাল।