ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

৪৭টি তেলবাহী লরি গন্তব্যস্থলে পৌঁছে দিলো র‌্যাব

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৫:৫৪ বিকাল  

ছবি সংগৃহীত

সিলেট থেকে আসা ৪৭টি তেলবাহী লরির কনভয়কে নিরাপত্তা দিয়ে নিরাপদে রংপুর ও দিনাজপুরের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

আরও পড়ুন: নওগাঁয় নবান্ন উৎসব উদযাপন

তিনি জানান, ৪৭টি তেলবাহী লরির ১০টির গন্তব্যস্থল ছিল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং বাকি ৩৭টির গন্তব্যস্থল ছিল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো। র‌্যাব-১৩, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল ১০টি গাড়ি এবং ৩৭টি গাড়ির কনভয় দুটিকে এসকর্ট করে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।