ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

জয়পুরহাটে ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩, ১০:১৫ দুপুর  

ছবি সংগৃহিত

আগামী  ৪ নভেম্বর ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে  জয়পুরহাট জেলা সমবায় বিভাগ।

৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে  ”সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।শনিবার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  শেষ হবে এবং এখানেই সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হবে।

জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী আলোচনা সভায় সভাপতিত্ব  করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন , জেলা মৎস্যজীবী  সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন, জেলা কেন্দ্রীয় আখচািষ সমবায় সমিতির সভাপতি সুমন মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ সমবায়ীদের জন্য সরকারের  উন্নয়ন কর্মসচিূ  তুলে ধরে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে বলে জানান, জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী  ।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন