ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টায় বিএনপি, পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১১:৪৮ রাত  

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভাস্থ স্কুল চৌমুহনী এলাকার রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যায় তারা।

জানা যায়, এক দফা দাবি আদায়ের লক্ষে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (একাংশ) সুফিয়ান আহমদের নেতৃত্বে ১০/১২ জন নেতাকর্মী রেলপথ অবরোধ করে পাহাড়িকা ট্রেন আটকে রাখার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ মৌলভীবাজারে জেলে বাদী বিবাদীর বিয়ে

বিএনপি নেতা সুফিয়ান আহমদ জানান, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ। রেলপথ অবরোধের চেষ্টা করলে পুলিশি বাঁধায় তা আর করা যায়নি বলে তিনি জানান। 

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মীরা রেলপথে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুলাউড়ায় অবরোধের নামে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিন্দু পরিমান ছাড় দিবোনা। দেশের ও জনগণের যান মালের ক্ষতি হবে এমন অগ্ৰহনযোগ্য কার্যক্রম কোন ভাবে মেনে নিবো না

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন