ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত ও বাজারজাত করায় চারলাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স

 প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১০:২০ রাত  

ছবি সংগৃহিত

জেলার শেরপুর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত ও উৎপাদনের তারিখ- লেবেল ব্যাতিত বাজারজাত করার দায়ে বগুড়ার শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বেলা একটায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে শেরপুর উপজেলার বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল জানান, বুধবার ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে অভিযানকালে শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত, ক্ষতিকর রং ব্যবহার ও উৎপাদনের তারিখ লেবেল ব্যাতিত বাজারজাত করার দায়ে শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারিকে দুইলাখ টাকা করে মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন