ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৯:২৭ রাত  

ছবি সংগৃহীত

এক কোটি সাত লাখ ৪১ হাজার ৭২১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) সংস্থাটির সহকারী পরিচালক মো. এমরান হোসেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ বাদী হয়ে এ মামলা করেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ ভালুকায় অটোচালক হত্যা, চার আসামি র‍্যাব-১৪ কর্তৃক গ্রেপ্তার

মামলার এজহারে বলা হয়, সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি শাহ আলম। তার নামে বিভিন্ন জমি বন্ধক দিয়ে ঋণ আদায়সহ তিন কোটি দুই লাখ ২৭ হাজার ৬৫ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক।

এছাড়া আসামির নামে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় এক কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকার। অর্থাৎ আসামি এক কোটি সাত লাখ ৪১ হাজার ৭২১ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে অনুসন্ধানে জানতে পারে দুদক।