রবিবার শব্দহীন থাকবে ঢাকা:পরিবেশমন্ত্রী
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৪:৩১ দুপুর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দীন এমপি বলেছেন, শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে আগামী রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জনসচেতনতায় প্রতিকী হিসাবে এক মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখতে কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চান তিনি।
শুক্রবার (১৩ অক্টোবর) মৌলভীবাজারে জেলা স্কাউট ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধনী শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
শাহাব উদ্দীন বলেন, যখন বিদেশে গিয়ে বসবাস শুরু করি তখন সবাই শব্দদূষণ করি না। যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই তখন শব্দদূষণ করি না। বাইরে গেলে আবার হর্ণ বাজাই। শব্দ দূষণের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার প্রয়োজন।
আরও পড়ুনঃ বৃষ্টির সম্ভাবনা নেই
জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মো. মনজুর রহমান পিপিএম (বার), পৌরমেয়র মো. ফজলুর রহমানসহ স্কাউট নেতৃবৃন্দরা।
এ সময় ২০২০ সালের পিএস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মানসূচক বেজ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে জেলার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।