নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ডাকাতি ও গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী “মোঃ শিমুল ডাকুয়া” ৭২ ঘন্টার মধ্যে র্যাব-১১ কর্তৃক গ্রেফতার
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১১:৫৫ রাত
ছবি সংগৃহীত
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ১১ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির থানাধীন মৌচাক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শিমুল ডাকুয়া (২৩)’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল ডাকুয়া ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিম মোছাঃ আমেনা বেগমের বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাতি করা কালীন সময়ে আমেনা বেগম টের পেলে গ্রেফতারকৃত আসমী ও ডাকাত দলের অন্যান্য ২/৩ জন সদস্য জোরপূর্বক ভিকটিম আমেনা বেগমের হাত-পা বেঁধে তার ইচ্ছা বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে ডাকাত দলের সদস্যরা ভিকটিম আমেনা বেগমকে অচেতন অবস্থায় ফেলে রেখে মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তিনি নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি ডাকাতিসহ গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪/৮১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩) ধারা, তারিখ- ০৯/১০/২০২৩ ইং। অতঃপর র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং ধর্ষতা ভিকটিমের সনাক্তমতে আসামী মোঃ শিমুল ডাকুয়া (২৩), পিতা-আব্দুর রশিদ ডাকুয়া, মাতা- সাফিয়া বেগম, স্থায়ী সাং- মধ্য কইখালী, থানা-কাঠালিয়া, জেলা- ঝালকাঠি’কে মামলা দায়েরের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ শিমুল ডাকুয়া’কে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।