কক্সবাজার রামু থানাধীন রাবার বাগান এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ১৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৩, ০৬:০০ বিকাল
ছবি সংগৃহীত
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। ফলে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধে র্যাব-১৫ কর্তৃক দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে বিপুল পরিমাণ ফেনসিডিল সাথে নিয়ে চট্টগ্রাম হইতে বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৫ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অবস্থিত রামু রাবার বাগানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
এ সময় মারসা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১১-১১৫৯) এর একজন যাত্রী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে র্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তি ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ১৪৮ বোতল ফেনসিডিল (প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup ইত্যাদি লেখা আছে) উদ্ধার করা হয়।
ছবি সংগৃহীত
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় মোঃ স্বপন (৩৪), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, মাতা-রোকেয়া বেগম, সাং-সিংরাইশ (সিংরাইশ বড়বাড়ী), ০১নং ওয়ার্ড, ডাকঘর-ক্ষিরন শালবাজার, ইউনিয়ন-মুন্সিরহাট, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনয় কায়দা/পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে বিক্রয় করে আসছিল বলে জানা যায়। অদ্য উপরোল্লিখিত মাদকদ্রব্য ফেনসিডিল কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম হতে আসার সময় অভিযানস্থলে র্যাবের আভিযানিক দলের নিকট ধৃত হয়।
উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।