২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:৩৯ রাত
ছবি সংগৃহীত
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর প্রাইমারী স্কুলের বিপরীত পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সোহেল রানা(২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-বারুইগ্রাম চৌরাস্তা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে আটক করেন। এ সময় ধৃত আসামীর দখল হতে ০১ টি পিকআপ তল্লাশি করে পিকআপে রক্ষিত ১৯টি মাছের ড্রামের মধ্য হতে মোট ২০(বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। গাঁজা পরিবহনে ০১(এক) টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।