ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গামছায় বাঁধা পোটলায় মিললো ২ হাজার ভরি রূপার গহনা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৯:৪৪ সকাল  

ছবি সংগৃহীত

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুরে বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে অধীনস্থ বারাদী ও সুলতানপুর বিওপি'র টহলদল দায়িত্বপূর্ণ দর্শনা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর এলাকায় অভিযান চালিয়ে ২৩.৪৭০ কেজি ওজনের ভারতীয় রূপার গহনাসহ ০৩ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী, বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন ও সুলতানপুর বিওপি কমান্ডার দুলাল হক সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ মিটার ভেতরে দর্শনা নাস্তিপুর গ্রামে ওয়াসিম বিশ্বাসের বাড়িতে অভিযান চালান। এসময় ঘরে থাকা ড্রেসিং টেবিলের নিচে লুকানো গামছা দিয়ে বাধা একটি পোটলার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট থেকে দুই হাজার ১২ ভরি (২৩ কেজি ৪৭০ গ্রাম) রূপার গহনা জব্দ করা হয়। যায় আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরও দুই কারবারি পালিয়ে যান। ঘটনার পরই নায়েব সুবেদার জাকির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলমান।