ফায়ার সার্ভিসের গাড়িতেই আগুন, যুবককে খুঁজছে পুলিশ
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ১১:৩৫ রাত
ছবি সংগৃহীত
২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন রাজধানীর শাহজাহানপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। প্রকাশ করা ছবির ব্যক্তিকে গ্রেপ্তারে সহায়তা চেয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, গত ২৮ অক্টোবর বিকেল ৫টার দিকে শাহজাহানপুর এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল খিলগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি গাড়ি। ফায়ার সার্ভিসের গাড়িটি যখন উত্তর শাহজাহানপুরের কারমো ফোমের সামনে এসে পৌঁছে তখন ছবিতে প্রদর্শিত ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকে ফায়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা হয়।
মামলাটি তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ছবিতে প্রদর্শিত ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকে ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দিচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান জেনে থাকলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাশেদুল হাসান (০১৩২০-০৪০৩০৯), শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৩০০) অথবা সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (০১৩২০-০৪০১০০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।