ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে প্রণোদনার সবজি বীজ বিতরণ

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৪, ০৭:৫৯ বিকাল  

ছবি সংগৃহিত

 নাটোর সদর উপজেলার ১৩০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে প্রণোদনার সবজি বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুবিধাপ্রাপ্তদের মাঝে সবজি বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের আছে সোনাফলা মাটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ মাটির প্রতিটি ইঞ্চির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই আমরা। এরফলে পুষ্টি চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থানও সুসংহত হবে।

উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান জানান, প্রণোদনার সুবিধাপ্রাপ্ত প্রত্যেককে টমোটা, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক ও লাউ এর বীজ প্রদান করা হচ্ছে। এরআগে উপজেলার সংশ্লিষ্ট কমিটি উপকারপ্রাপ্ত কৃষাণ-কৃষাণীদের তালিকা অনুমোদন করে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন