ঢাকা, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৫:৫৭ বিকাল  

ছবি সংগৃহীত

বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন কংগ্রেস নেতা ও অন্যজন জননায়ক জনতা পার্টির এক নেতার ছেলে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: গাজাকে প্রিন্টের কাপড় সদৃশ বানিয়ে পাচারের চেষ্টা ,র‍্যাবের হাতে ধরা

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন।

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। এক জন বলেন, আমরা ভীত সন্ত্রস্ত। যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

আরও পড়ুন: ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষায় আইন হচ্ছে


পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার অম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।