অ্যাপল টিম-এর সিইও কুক-এর আকস্মিক চীন সফর
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৮:৩৪ রাত
ছবি সংগৃহীত
অ্যাপল টিম প্রধান কুক এই সপ্তাহে আকস্মিক চীন সফর করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী চেংদুর বৃহত্তম বাজারে তার কোম্পানির ফোন বিক্রি কমে যাওয়ার পর তিনি এই সফর করেন।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-এ তার ভ্যারিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে কুক বলেন তিনি চেংদুতে অ্যাপলের তাইকু লি স্টোর পরিদর্শন করেছেন এবং ‘অনার অফ কিংস’ গেমের তরুণ খেলোয়াড়দের সাথে দেখা করেছেন। খবর এএফপি’র।
আরও পড়ুনঃ আবারও স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ
চাইনিজ টেক জায়ান্ট টেনসেন্ট প্রকাশিত অনলাইন যুদ্ধক্ষেত্র গেমটি বিশ্বের সবচেয়ে বেশি খেলা মোবাইল গেমগুলোর মধ্যে একটি। কুক রাষ্ট্র পরিচালিত ‘চায়না ডেইলি’কে বলেন, এটি চীন এবং সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। গেমটি সম্পর্কে মানুষ অত্যন্ত উৎসাহী।
১৯৯৩ সালে ইউএস টেক জায়ান্ট অ্যাপল প্রথম চীন সফর করার পর থেকে দেশে স্মার্টফোন, ল্যাপটপ এবং ভোক্তা ইলেকট্রনিক্সের একটি প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে।