১৪ দিনে ১৩১ মামলা, গ্রেপ্তার ১৮১৩ ডিএমপিতে
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৬:২৯ বিকাল
ছবি সংগৃহীত
গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় ১৩১ মামলা হয়েছে।
২৮ অক্টোবর থেকে শুক্রবার (১০ নভেম্বর) পর্যন্ত ১৪ দিনে এসব মামলা দায়ের হয়েছে। গত ১৪ দিনে রাজধানীজুড়ে ১৮১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সর্বশেষ গতকাল শুক্রবার (১০ নভেম্বর) ৩৯ জনকে ও এর আগের দিন ৯ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ নিজ ছেলেকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত মা র্যাবের হাতে গ্রেফতার
শনিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২, ৬ নভেম্বর ৮২, ৭ নভেম্বর ৬০, ৮ নভেম্বর ৪১, ৯ নভেম্বর ৩৭ ও ১০ নভেম্বর ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।