ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

স্টেডিয়াম হচ্ছে শামির গ্রামে

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:৫৮ বিকাল  

ছবি সংগৃহীত

বিশ্বকাপে ২৩ উইকেট শিকার করে ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা রেখেছেন পেসার মোহাম্মদ শামি। সেমি-ফাইনালেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন শামি, ৫৭ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। এমন অসাধারণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন এ পেসার, পারফরম্যান্সের জন্য উপহার পাচ্ছে শামির গ্রামবাসীরাও। 

উত্তর প্রদেশের আমরোহা জেলার সাহসপুর গ্রামে জন্ম শামির। ভারতের গণমাধ্যমের খবর অনুসারে আমরোহা জেলায় নির্মাণ করা হবে স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণের জন্য স্থানীয় সরকার ইতোমধ্যেই জায়গা নির্বাচন ও পর্যবেক্ষণ করেছে। আমরোহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার ত্যাগী এক হেক্টর (২.৪৭ একর) জায়গা স্টেডিয়ামের জন্য নির্বাচন করেছেন। শনিবার নির্বাচিত জায়গায় স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব পাঠানো হবে রাজ্যের মূখ্যমন্ত্রীর কার্যালয়ে। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুসারে প্রস্তাবে রাজি রাজ্যের সরকার।

পুরো রাজ্যজুড়ে গ্রামীণ এলাকায় বিশটি স্টেডিয়ামের পরিকল্পনা করেছে সরকার। সেই পরিকল্পনার অংশ এটি।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেছেন শামি। ইতোমধ্যেই বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী ৩৩ বছর বয়সী এ পেসার।