ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ম্যাচ হারের পর নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১২:৪৬ রাত  

চলমান বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে এসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল। এমন লজ্জার হারের পর স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নির্ধারিত সময়ে খেলা শেষ করতে না পারায় স্লো ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে সাকিব আল হাসানদের। নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মাঝে কোনো দল যত ওভার কম বোলিং করবেন সেই দলকে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হবে। 

বাংলাদেশ এক ওভার কম বোলিং করায় ক্রিকেটার ও স্টাফদের সবাইকে ৫ শতাংশ করে জরিমানা দিতে হচ্ছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন এবং থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।বাংলাদেশের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ধর্মশালায় দুই ম্যাচে এক জয় নিয়ে চেন্নাইয়ে খেলতে যাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। যারা কিনা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।