ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে মসজিদে নববীতে মুসল্লি সংখ্যা বাড়ল ৫৮ লাখ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৪, ০৯:৫৫ সকাল  

ছবি সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে পবিত্র নগরী মদিনায় মুসল্লিদের উপস্থিতি বেড়েছে। গত এক সপ্তাহে ইসলামের দ্বিতীয় পবিত্র নগরী মদিনার মসজিদের নববীতে ৫৮ লাখ মুসল্লি ভ্রমণ করেছেন। যা পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। খবর গালফ নিউজের

মসজিদের নববীর দেখশুনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে ২৮ জমাদিউস সানি থেকে রজব মাসের ৪ দিন পর্যন্ত এসব মুসল্লিরা মদিনায় ভ্রমণ করেন। 

এদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪০১ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ৫৫১ জন নারী আল রওজা আল শরীফা পরিদর্শন করেন। 

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ওই সপ্তাহে ১ লাখ ২৩ হাজার ২০০ প্যাকেট জমজমের পানি এবং ৯৯ হাজার ৮৩২ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

পবিত্র নগরী মক্কায় অনেক মুসল্লি ওমরা পালন শেষে মদিনায় ভ্রমণ করে থাকেন। তারা সেখানে মসজিদে নববী পরিদর্শনের পাশাপাশি নামাজা আদায় করে থাকনে। 

সৌদি কর্তৃপক্ষ আসা করছেন গত ছয় মাস আগে শুরু হওয়া ওমরা মৌসুমে ১ কোটি মুসল্লি ওমরা পালনে পবিত্র নগরী ও মদিনা ভ্রমণ করবেন।