ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আওয়ামী লীগ যা করতো বিএনপি হুবহু তাই করছে - গাইবান্ধায় গণ-সমাবেশে  নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করীম

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ০১:২৮ রাত  

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। 

গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের পৌরপার্কের শহিদ মিনারে গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। 
 
নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথির বক্তব্য বলেন,পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যের জন্য যুদ্ধ করে স্বাধীন করতে হয়েছে।  আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন,আমরা দেখেছি এরশাদের শাসন কিন্তু  বাংলাদেশের পরিবর্তন আমরা দেখে নাই। আমরা মানুষের অধিকার ঘরে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ টুপিওয়ালাদের নিয়ে যে ধরনের কটুক্তি করতো বিএনপি আজ তাই করছে। 
শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। এসপি সাহেব বদলি হয় কিন্তু ঘুষ সাহেব পরিবর্তন হয় না। চাঁদা আগে যেভাবে হতো আজও তাই হচ্ছে কোন পরিবর্তন হয়নি। পাঁচ বছরের ক্ষমতার ভাগাভাগি ক্ষমতা নিয়ে টানাহেঁচড়া চলছে। 
ভোট বিক্রি করে দেশকে বিক্রি করেছে এই সংস্কৃতি থেকে ইসলামের পথে আসতে হবে।  ইসলাম ক্ষমতায় এলে কোন বৈষম্য থাকবে না। ইসলাম জোরপূর্বক কিছুই করবে না, নারীরা ব্যবসায়ী হবেন। ধনী হতে পারবেন।  
 
ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ এর সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম। 
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন বীন হোসাইন, জেলা মুজাহিদ কমিটির সদস্য মাওলানা মো: মাহাবুবুর রহমান,  ইসলামী আন্দোলনের গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, পলাশবাড়ী শাখার সভাপতি মাওলানা মো: আমিনুল ইসলাম বুলবুল, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: খায়রুজ্জামান,  গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আকরাম হোসেন, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আওলাদ হোসাইন, সাঘাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ আল গালিব , ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, শহর পৌর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।