ঢাকা, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ ডিবি কার্যালয়ে বিএনপির বহিষ্কৃত নেতা আখতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:০৩ রাত  

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, আখতারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে এসেছেন।

এর আগে, এদিন বাতিল হওয়ায় প্রার্থিতা আপিলে ফিরে পান বিএনপির বহিষ্কৃত এই নেতা। এ সময় আখতারুজ্জামান বলেন, প্রার্থিতা ফিরে পেলাম। আমার প্রাণপ্রিয় দল বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি নির্বাচন দেখতে। একটি জিনিস দেখতে যে সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কি না।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না। আমি দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনব।