ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার সন্ধ্যায়

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৪:২৮ দুপুর  

ছবি সংগৃহীত

হিজরি ১৪৪৬ সনের পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য কয়েকটি টেলিফোন ও ফ্যাক্স নম্বর দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।