ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

'নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোনো পরাশক্তি নেই'

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৩, ০১:০০ রাত  

ছবি সংগৃহিত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‌‌‌‌‌আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি নেই নির্বাচন প্রতিহত করতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 

আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভা সফল করার লক্ষ্যে বুধবার সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে এক যৌথ মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

আরও পড়ুনঃ বিএনপি আবারও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই বিরোধীরা সমাবেশে করতে ব্যর্থ হয়ে হরতাল-অবরোধের নামে আবার অগ্নিসন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মারা শুরু করেছে। সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটপাটকারী ওই বিএনপি-জায়ামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যে হাত দিয়ে বোমা মেরে বিএনপি মানুষ হত্যা করবে, গাড়িতে আগুন দিবে, সেই হাত ভেঙে দিতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। 

তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।আগামী ১৩ নভেম্বরের খুলনা সার্কিট হাউজ ময়দানের আওয়ামী লীগের সমাবেশ জনসুমুদ্রে পরিণত করতে হবে। সমাবেশকে সফল করতে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন