ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩, ১২:৩১ দুপুর  

ছবি সংগৃহিত

উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোন বিকল্প নেই। এজন্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে হবে। তবেই উন্নয়ন হবে টেকসই।

আরও পড়ুনঃ ১২ দিন ধরে তালাবদ্ধ বিএনপি কার্যালয়, পুলিশের সতর্ক অবস্থান

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী।ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন।এরআগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এসে শেষ হয়।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন