ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ বাংলাদেশে প্রভাব ফেলবে নাঃ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৮:৩৭ রাত  

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুনঃ বিএনপির সঙ্গে কোনো আপস হবে না : ওবায়দুল কাদের

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।’

অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।