ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

বৃষ্টি থাকবে টানা দুই দিন

নিউজ সংগৃহীত

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০২:৪১ দুপুর  

ছবি সংগৃহীত

বিদায় নিয়েছে শীত। দেখা মিলেছে বৃষ্টির। বেড়েছে তাপমাত্রা। এমন অবস্থায় 
আগামী দুই দিনেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে বলে 
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ৫ দিনে দিন এবং রাতের তাপমাত্রা 
আরও বাড়বে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা
 হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাশাপাশি রাজধানী ঢাকায় আজ
 সর্বনিম্ন ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া 
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত
 ছাড়াও নোয়াখালীর মাইজদীকোর্টে ১৯, ফেনীতে ৯ মিলিমিটারসহ দেশের বেশকিছু 
অঞ্চলে ঝরেছে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও 
তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ
 বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী 
২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় 
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া 
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক 
থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি 
সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ 
ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় 
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া 
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক 
থাকতে পারে। আর এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি 
সেলসিয়াস হ্রাস পেতে পারে।
তবে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের 
কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এই সময়ে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের 
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এদিন সারাদেশে রাতের তাপমাত্রা
 প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস 
বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৫ দিনের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা 
বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।