জাতীয় দলে ডাক পেলেন নাঈম শেখ-আলিস, নেই সাকিব
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:০৯ বিকাল
আলিস আল ইসলাম
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার বিকেলে এই দল ঘোষণা করা হয়।
যেখানে চমক হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। যিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে দারুণ পারফর্ম করেছেন।
এদিকে বাংলাদেশের নতুন এই দলের দুই স্কোয়াডের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। ফলে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজ খেলতে হবে টাইগারদের।
টি-টোয়েন্টি দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।
ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে)– নাজমুল হোসেন শান্ত-(অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।