সংসদে যাওয়ার বিষয়ে যা বলল জাতীয় পার্টি
প্রকাশিত: জানুয়ারী ০৮, ২০২৪, ১১:৩০ রাত
ছবি সংগৃহীত
দ্বাদশ জাতীয় নির্বাচন সরকারের নিয়ন্ত্রণে হয়েছে অভিযোগ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমার বিশ্বাস, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুরের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাপার জয়ী হওয়ার ১১ প্রার্থী সংসদে যাওয়ার বিষয়ে জি এম কাদের বলেছেন, সংসদে যাব কি না তা সংসদ সদস্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত সংসদে যাব না—এমন কোনো সিদ্ধান্ত আমরা নিইনি।
এ সময় সরকারের সমালোচন করে তিনি বলেন, সরকার যেখানে নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে নিরপেক্ষ হয়েছে। আবার যেখানে যাকে জেতাতে চেয়েছে, সেটিই করেছে।
জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, আমাদের লোককে মেরে-কেটে বের করে দেওয়া হয়েছে। ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড়িঘর ঘেরাও করে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। দেশের রাজনীতিতে এটা একটা নতুন ধরনের ডাইমেনশন দেখা গেল। ভবিষ্যতে সরকারকে এটার জন্য মাশুল দিতে হবে।
জি এম কাদের বলেন, রাত ১০টা থেকে ২টার মধ্যে তারা সব ভোটকেন্দ্র দখল করে ফেলেছে। আমাদের এজেন্টদের বের করে তাদের এজেন্টদের দিয়ে সিল মারিয়েছে। সম্পূর্ণ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। আমরা তাদের ওপর বিশ্বাস করে এসেছিলাম। তারা কথা রাখেনি। ভবিষ্যতে অন্য কেউ তাদের বিশ্বাস করবে না।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।